বেগমগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী-চাটখিল সড়কের আপানিয়া ব্রিজের কাছে কাভার্ড ভ্যানের চাপায় রিপাত (১০) নামে এক শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা পৌনে ১১টার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রিপাত পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বেলা পৌনে ১১টার সময় শিশু রিপাত আপানিয়া ব্রিজের নিকট রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী চৌমুহনী-চাটখিল-ঢাকা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলোচনার পর প্রায় দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ এলাকাবাসী।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জাগো নিউজকে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মিজানুর রহমান/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪