বগুড়ায় পল্লী চিকিৎসককে গুলি করে হত্যার চেষ্টা
বগুড়ার গাবতলীতে আব্দুল গণি মিঠু (৩৫) নামের এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছেন দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাবতলীর দারাইল বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ গণি উপজেলার তরফসরতাজ গ্রামের মোফাজ্জল হক মণ্ডলের ছেলে। তিনি বিএনপির একজন সমর্থক। পুলিশ এ ঘটনায় প্রেমিকাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইফতারের পর দারাইল বাজারে নিজের ওষুধের দোকানে বসেছিলেন মিঠু। রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ২ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মিঠুকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যান। একটি গুলি তার বাম চোখ ভেদ করে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানকার চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হলে রাত ১১টার দিকে মিঠুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
গাবতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জাগো নিউজকে জানান, কেন সন্ত্রাসীরা মিঠুকে গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি প্রেমঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ শুক্রবার বগুড়া শ্মশানকান্দি গ্রামের দুলাল হোসেনের মেয়ে মিঠুর প্রেমিকা খাদিজা আকতার দিনা, দিনার মা হোসনে আরা বেগম ও চাচা মেহেদেী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
লিমন বাসার/এমজেড/পিআর