বগুড়া জিলা স্কুলের ৫ ছাত্র আটক
বগুড়া জিলা স্কুলের ল্যাবরেটরির জিনিসপত্র চুরি করার অভিযোগে ওই স্কুলের ৫ ছাত্রকে আটক করেছে সদর থানা পুলিশ। আটকের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
আটকরা হলো, বগুড়া শহরের মালতীনগরের শহিদুল ইসলামের ছেলে হুসনাইন আহম্মেদ শেবিন, সুত্রাপুরের আব্দুল হান্নানের ছেলে এসএম রুপক, শাজাহানপুর উপজেলার ফুলতলার লিয়াকতের ছেলে ফাহিম, একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে রেজওয়ান ও একই উপজেলার পারটেকুর গ্রামের সাজ্জাদের ছেলে রাফি। সকলেই ১০ম শ্রেণির ছাত্র।
বগুড়া সদর থানা পুলিশের এসআই আসলাম জানান, স্কুলের বিজ্ঞান বিভাগের ১০ শ্রেণির জন্য ল্যাবরেটরির জিনিসপত্র প্রায়ই চুরি হয়ে যেত। কয়েকবার চুরি হওয়ার পর গত বৃহস্পতিবার আবারো চুরি হয়ে যায়। স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী থানায় এ বিষয়ে অভিযোগ করেন। পরে বিকেলে স্কুলের এক ছাত্রকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে শুক্রবার আরো ৪ জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম জানান, জিলা স্কুলের প্রধান শিক্ষক শুক্রবার বিকেলে বিষয়টি জানিয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী জানান, বিষয়টি এখন পুলিশ তদন্ত করছে। কেউ দোষী হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লিমন বাসার/এমএএস/পিআর