ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা এলাকায় ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কুর্ণী পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় স্থায়ী হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, মহাসড়কের পাকুল্ল্যা এলাকার ব্রিজটি খুবই ঝুঁকিপুর্ণ অবস্থায় রয়েছে। প্রায়ই ব্রিজের মাঝখানে কোনো না কোনো অংশ ভেঙে পড়ে। পরে তা মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়। সোমবার সকালে ব্রিজের মাঝখানে কিছু অংশ ভেঙে পড়লে ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে যান চলাচল করতে থাকে। এর ফলে যানজটের সৃষ্টি হয়।

বেলা এগারোটার দিকে চারলেন কাজের ঠিকাদারের লোকজন ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেন। এরফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে। সৃষ্টি হচ্ছে যানজটের। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কার কাজ চলছে। তবে এক পাশ দিয়ে থেমে থেমে যান চলাচল করলেও জট রয়েছে। মহাসড়কের উভয় পাশে পুলিশ কাজ করছে বলে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক জানিয়েছেন।
এসএম এরশাদ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ