ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সামান্য বৃষ্টিতেই সাতক্ষীরা-খুলনা মহাসড়কে হাঁটু কাদা

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৭ জুন ২০১৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশ মাইল থেকে ভৈরবনগর পর্যন্ত ৩ কি.মি. রাস্তার বেহাল দশা। ফলে দুই দিনের হালকা ও মাঝারি বৃষ্টিতেই মহাসড়কে হাটু পরিমাণ কাদা জমেছে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছে এ রাস্তা দিয়ে যাতায়াত করা লক্ষাধিক মানুষ।

অভিযোগ রয়েছে, সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই ক্ষতের সৃষ্টি হয়েছে। বিশেষ করের সড়কের ত্রিশ মাইলের অদূরে ইউরেকা ফিলিং স্টেশনের সামনে থেকে সড়কের অর্ধেক পিচ দেওয়া হলেও গত ৫ মাসের মধ্যে রাস্তার বাকি অর্ধেক পাশে পিচ দেওয়া হয়নি। যদিও নতুন একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে কিন্তু তার দুই পাশে মূল রাস্তা খানাখন্দে ভরা। যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা।

পথচারী পাটকেলঘাটা এলাকার খলিলুর রহমানসহ একাধিক যাত্রী জানায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশ মাইল থেকে ভৈরবনগর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই করুণ। প্রতি বছর বর্ষার সময়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয় কিন্তু বৃষ্টির কারণে কাজ ঠিক মত সম্পন্ন করা যায় না। বর্তমানে সীমাহীন কষ্টের মধ্যে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, মোটরবাইক, ভ্যান, টেম্পু, পিকআপসহ পথচারী যাতায়াত করছে। এদিকে, সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু পর্যন্ত কাদা জমেছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা।

তবে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও এলজিইডি অফিসের একাউন্টটেন্ট আব্দুল কাদের জানান, আসলে রাস্তার এ বিষয়টি ফাইল না দেখে বলতে পারবো না। তবে যোগাযোগ করার জন্য তার কাছে এলজিইডি কর্মকর্তার নাম্বার চাইলে তিনি দিতে পারেননি। এমনকি কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছেন সেটিও তিনি জানাতে পারেননি।

এসএস/এমএস