সূবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরজুবলী গ্রামে পানিতে ডুবে মারুফ হোসেন নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটেছে। মৃত শিশু মারুফ হোসেন উপজেলার চরজুবলী গ্রামের সালাহউদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, বেলা সাড়ে ১২টার সময় মারুফের মা পারভীন আক্তার সাংসারিক কাজ সেরে কোরআন শরীফ পড়তে বসেন। কিছুক্ষণ পর ছেলে মারুফকে দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজাখুজি করেন। পরে বসত ঘরের পার্শ্ববর্তী পুকুর ঘাটে গিয়ে মারুফের মরদেহ ভাসতে দেখেন তার মা। তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করেন।
এদিকে অকালে শিশু মারুফের মৃত্যুর খবরে পুরো পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
মিজানুর রহমান/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪