ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাইক্ষ্যংছড়িতে অবস্থান করছে ১৫ হাজার ৭শ রোহিঙ্গা

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৩:২৮ এএম, ৩১ অক্টোবর ২০১৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পয়েন্টে এখনও আছে মিয়ানমারের থেকে পালিয়ে আসা প্রায় ১৫ হাজার ৭শত রোহিঙ্গা। নতুন করে বান্দরবান সীমান্ত দিয়ে আরও রোহিঙ্গ অনুপ্রবেশ করছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর নাইক্ষ্যংছড়ি সীমান্তের পশ্চিমকুল থেকে ৫২ পরিবারের ৯৬২ জনকে কক্সবাজার বালুখালি শরণার্থী ক্যাম্পে স্থানান্তর করা হয়। এখনও নাইক্ষ্যংছড়ি সদরে বড়সনখোলা, সাপমারা ঝিড়ি ও ফুলতলীতে রয়েছে ৯ হাজার ৬২৭ জন এবং ঘুমধুমের কোনাপাড়ায় রয়েছে প্রায় ৬ হাজার ২২ জন রোহিঙ্গা রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, আমরা খুব শিগগিরই বান্দরবানে থাকা রোহিঙ্গাদের কুতুপালং ক্যাম্পে পাঠাবো।

তবে জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে জানান, এখরও বান্দরবানের বিভিন্ন স্থান দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের আরও সজাগ দৃষ্টি দিতে হবে।

এদিকে নতুন করে বান্দরবান সীমান্তে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ করছে কিনা এমন প্রশ্নের উত্তরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম বলেন, নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করছে কীনা আমরা জানা নেই। তবে প্রশাসনিকভাবে আমরা সজাগ আছি যাতে কোনোভাবে কোনো রোহিঙ্গা বান্দরবানে অনুপ্রবেশ করতে না পারে ।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে কোনো ধরনের খাদ্য সংকট আছে কিনা জানতে চাইলে তিনি জানান, গত ২৫ অক্টোবর আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্ট রোহিঙ্গাদের মাঝে খাবার বিতরণ করেছে। বর্তমানে তাদের কাছে প্রায় ২১ দিনের খাবার মজুদ আছে।

সৈকত দাশ/এমএএস/জেআইএম