বাগেরহাটের ৭৫ ইউপি চেয়ারম্যান সম্মানী নেবেন না
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সরকার প্রদত্ত মাসিক সম্মানী ভাতা সম্মানজক না হওয়ায় জেলার সকল ইউপি চেয়ারম্যানগণ ভাতা গ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।
শনিবার দুপুরে তারা বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের কাছে সম্মানী ভাতা গ্রহণ না করার ঘোষণার এ আবেদনপত্র জমা দেন।
বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত আবেদনপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন, ফকিরহাট উপজেলার বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাস, সদরের ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, কচুয়া উপজেলার মঘিয়া ইউপি চেয়ারম্যান মনজুরুল করিমসহ অর্ধশত ইউপি চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যানরা জানান, চেয়ারম্যানদের সম্মানী ভাতা অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সঙ্গতিপূর্ণ করার জন্য সরকারের কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। এ অবস্থায় ইউপি চেয়ারম্যানদের সম্মানী ভাতা সন্তোষজনক না হওয়ায় ওই ভাতা গ্রহণ না করার সিন্ধান্ত নেয়া হয়।
ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু ও আসাদুজ্জামান মিলন জাগো নিউজকে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদের ভূমিকা মুখ্য। কিন্তু, উপজেলা চেয়ারম্যানদের পর্যাপ্ত সম্মানী ভাতা ও অর্ধকোটি টাকা মূল্যের গাড়ি প্রদান করা হয়েছে। অথচ ইউপি চেয়ারম্যানদের একটি সাইকেলও প্রদান করা হয় না।
শওকত আলী বাবু/এমজেড/এমএএস/আরআইপি