ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘চোর’ অপবাদ দেয়া যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:৩১ এএম, ০১ নভেম্বর ২০১৭

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে মোস্তাকিন (১৭) নামে এক সুতাকল শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাকিন ইউনিয়নের জগতগাঁতী গ্রামের হারুন অর রশিদের ছেলে ও স্থানীয় এমএ মতিন কটন মিলসের শ্রমিক।

নিহতের বাবা হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, একই গ্রামের মৃত আখতার হোসেনের মেয়ে আমিনা খাতুনের একটি লাভা স্মার্ট ফোন হারানোর ঘটনায় তার ছেলে মোস্তাকিনের উপর অপবাদ দেয়া হয়। এ ঘটনায় দুই দফা শালিসি বৈঠকে মোবাইল চুরির অভিযোগ প্রমাণিত না হলেও তাকে মানসিকভাবে চাপ দিতে থাকেন। এতে রাগ, ক্ষোভ ও অভিমান সে আত্মহত্যা করতে পারে।

তবে সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিহতের পকেটে একটি প্রেম সংক্রান্ত চিরকুট পাওয়া গেছে। পাশের গ্রামের একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর আগে ওই যুবককে মোবাইল চোরের অপবাদ দেয়া হয়েছিল।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/আরআইপি

আরও পড়ুন