ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অনুমোদন ছাড়াই সমিতিতে সুদের কারবার

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:৫২ এএম, ০১ নভেম্বর ২০১৭

নিয়মনীতি উপেক্ষা করে বহাল তবিয়তে সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার শ্রমজীবী ফাউন্ডেশন।

জানা গেছে, সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশন নামক একটি সমিতি সমাজ সেবা অধিদপ্তর ও পরে ২০০৬ সালে জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশন নেয়। এরপর এলাকায় সদস্য তৈরি করে তাদের কাছ থেকে দৈনিক-সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে জনপ্রতি ৫০-১০০ টাকা করে সঞ্চয় গ্রহণ করতে থাকে। গ্রাহকদের বলা হয় ১০ হাজার থেকে এক লাখ টাকা করে ঋণ দেয়া হবে।

অনুসন্ধানে আরও জানা গেছে, সমিতিটি ২০১৬ সাল থেকে মাইক্রো ক্রেডিটের লেনদেন শুরু করে। বর্তমানে ওই সমিতি নিয়ম বর্হিভূতভাবে ৫টি শাখা স্থাপন করে ১৯ কোটি টাকা লেনদেন করছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রহমত আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তিনি মাইক্রোক্রেডিট পরিচালনার পক্ষে কোনো সরকারি কাগজ পত্রাদি নাই বলে জানান।

এ বিষয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশীষ সরদার জাগো নিউজকে বলেন, সমাজসেবা থেকে অনুমোদন নিয়ে সুদে লেনদেন করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি সমাজসেবার নাম ব্যবহার করে মাইক্রোক্রেডিট প্রোগ্রাম বা সুদে কারবার শুরু করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম