ধামইরহাটে ক্ষেতের ধানে কীটনাশক স্প্রে করেছে দুর্বৃত্তরা
নওগাঁর ধামইরহাটে এক কৃষকের চার একর আমন ধান ক্ষেতে কীটনাশক স্প্রে করে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত ২৭ অক্টোবর রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রামের মৃৃত আবদুস সালামের ছেলে কৃষক মোতারব হোসেনের ক্ষেতে এ ঘটনা ঘটে।
এতে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক মোতারব হোসেন গতকাল মঙ্গলবার ছয়জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি মামলা করেছেন।
থানায় মামলা সূত্রে জানা গেছে, কৃষক মোতারব হোসেন তার ক্রয়কৃত জমিতে আমন ধান রোপণ করেছেন। বন্যার পর অনেক কষ্ট করে ধানগাছগুলোকে তিনি সঠিক পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ করার পর শীষ বের হয়। আর কয়েক দিন পর ধান পাকতে শুরু করবে। ঠিক তার আগ মুহূর্তে গত ২৭ অক্টোবর রাতে একই ইউনিয়নে খাঁপুর (ঝারকুড়ি) গ্রামের মৃত শফি মণ্ডলের ছেলে মাহফুজুল ইসলামের নেতৃত্বে ৬-৭ জন ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে।
তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও ধীরে ধীরে ধানগাছগুলো সোনালি বর্ণ ধারণ করে মরে যেতে থাকে। এতে প্রায় চার একর জমির ধান গাছ সোনালি আকার ধারণ করে বিনষ্ট হয়ে যায়। এতে কৃষক মোতাবরের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়। কৃষক মোতারব হোসেন বাদী হয়ে ধান ক্ষেতে কীটনাশক দেয়ার অভিযোগে মাহফুজুল ইসলামসহ ছয়জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
আব্বাস আলী/এমএএস/জেআইএম