ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০১ নভেম্বর ২০১৭

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুকে ধর্ম সম্পর্কে কটূক্তি করায় শিক্ষক দেবব্রত দেবু দাসকে আটক করেছে পুলিশ। বুধবার দুুপুরে তাকে হাতিয়া আদালতে পাঠানো হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার পিপিএম জাগো নিউজকে জানান, গত ১৫ অক্টোবর ও ২৮ অক্টোবর চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কাব্যতীর্থ) দেবব্রত দেবুদাস তার ফেসবুকে ইসলাম ধর্ম ও নারী-শিশুর মর্যাদাকে ক্ষুণ্ন করে একাধিক পোস্ট দেন। পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এরই প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় চৌমুহনী বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই শিক্ষককে আটক করে পুলিশে।

এ ঘটনায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের (৫৭) ধারায় এসআই হুমায়ুন হাতিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

মিজানুর রহমান/এমএএস/এমএস