লালমনিরহাটে শ্রমিকলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ফখরুল ইসলাম বুলেটকে (৩০) এলোপাথারি কুপিয়ে হত্যা করেন দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহেন্দ্রনগর খান মার্কেটের পেছনে ওই শ্রমিকলীগ নেতাকে হত্যা করে তার মরদেহ ফেলে রাখা হয়।
স্থানীয়রা জানান, শ্রমিকলীগ নেতা বুলেটকে দেখতে পেয়ে লোকজন তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দীপঙ্কর রায় তাকে মৃত ঘোণিা করেন।
নিহত শ্রমিকলীগ নেতা লালমনিরহাট সদর উপজেলার চিনিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ছিলেন।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের ধরতে মাঠে কাজ শুরু করেছেন ।
রবিউল হাসান/এমজেড/এমএস