মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেএসসি পরীক্ষার্থীসহ আহত ৮
মুন্সীগঞ্জে চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকায় প্রতিপক্ষের দুই দফা হামলায় জেএসসি পরীক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রথম দফায় মারামারি শেষে ২য় দফায় জেএসসি পরীক্ষার্থী রিমা আক্তারকে (১৪) মারধর করা হয়। সে হাসপাতালে ভর্তি থাকায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
এ ঘটনায় আহত হয়েছেন- নুর মোহাম্মদ (৩২) জহির (২৬) মালেক দেওয়ান (৫৭) রাসেল (২৪) রিমা আক্তার (১৪)। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নুর মোহাম্মদকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে মো. সাইদুর মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নুর মোহাম্মদের বাড়িতে হামলা চালিয়ে সবাইকে মারধর করে। এ সময় নুর মোহাম্মদসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকদের সহয়তায় তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, সকাল ৯টার দিকে লতিফ দেওয়ান মেয়ে রিমা আক্তার (১৪) জেএসসি পরিক্ষা দিতে গেলে রাস্তায় সাইদুর মোল্লার লোকজন রিমাকে একা পেয়ে লাঠিসোটা দিয়ে আঘাত করে এবং গুরুতর জখম করে। সে সময় রিমা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা রিমাকে মুন্সীগঞ্জে সদর হাসপাতালে ভর্তি করে। এমতাবস্থায় রিমা আক্তার (১৪) জেএসসি বাংলা ২য়পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের এসআই সাচ্চু মিয়া জানান, উভয় পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এ বিষয়ে এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান