ফরিদপুরে তিনটি মরদেহ উদ্ধার
ফরিদপুরে বিভিন্ন স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ও রোববার সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, রোববার সকালে জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর নামক স্থান থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম জানিয়েছেন।
এদিকে, শহরের আলিয়াবাদ এলাকার পুকুর পাড় থেকে অজ্ঞাত (৩০) আরেক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এছাড়া শনিবার রাত ৯টার দিকে শহরতলীর ডিগ্রিরচর ইউনিয়নের পদ্মা নদী থেকে ফরিদ শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে ফরিদ শেখকে ট্রলার থেকে ফেলে দিলে সে নিখোঁজ হয়। একদিন পর তার মরদেহ ভেসে উঠে।
এসএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- ২ ১৭ বছর তরুণ প্রজন্মের অনেকে ব্যালট পেপার চোখে দেখেনি
- ৩ সুতো পরিমাণ পক্ষপাতিত্ব আমরা মেনে নেবো না: ইসি সানাউল্লাহ
- ৪ নির্বাচনে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা
- ৫ জুলাই আন্দোলনে যারা পানি পান করিয়েছে তারাই ভোট চুরি ঠেকাবে