ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘প্রেরণা মুন্সীগঞ্জ’র উদ্যোগে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

নারীর তিনটি পরিচয় কন্যা, জায়া ও জননী। আর নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিকল্পে নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিংসহ সব প্রকার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধসহ খেলাধুলায় নারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘প্রেরণা মুন্সীগঞ্জ’ নামের কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

‘প্রেরণা মুন্সীগঞ্জ’ কর্মসূচির উদ্যোগে শনিবার বিকেলে জেলা স্টেডিয়ামে বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ইত্যাদি প্রতিরোধকল্পে ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে।

এর আগে মুন্সীগঞ্জ স্টেডিয়াম থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে সাইকেল র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা স্টেডিয়ামে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, প্রেরণা মুন্সীগঞ্জ একটি উদ্দীপনার নাম। একটি আত্মউপলব্ধির নাম। এ কর্মসূচি একটি নারী উন্নয়নের প্ল্যাটফর্ম এবং নারী সুরক্ষাদানের কর্মসূচি।

প্রাথমিকভাবে কয়েকটি স্কুলে সাইকেল দেয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলা প্রসাশনের উদ্যোগে ১৬৮টি স্কুলের মেয়েদের আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলতে সাইকেল দেয়া হবে এবং সাইকেল শেখানো হবে।

মেয়েরা টিফিনের সময় স্কুলেই সাইকেল চালানো শিখবে। এসব কর্মসূচিতে তাদের স্পর্ধা বাড়ানো হবে, সে স্পর্ধা হবে অন্যায়ের বিরুদ্ধে। যে সকল মেয়েরা এ কর্মসূচির মাধ্যমে দক্ষতা বাড়াতে পারবে এবং আত্মপ্রত্যয়ী হতে পারবে তারাই হবে ‘প্রেরণা মুন্সীগঞ্জের’ প্রেরণা।

তিনি আরও বলেন, নির্যাতনকারীদের কাছে একটা ম্যাসেজ যাবে মেয়েরা এখন নিজেরা নিজেদের ওপর নির্ভরশীল। তারা অন্যের ওপর নির্ভরশীল না।

জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এতে আলোচনা করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু সালেহ মো. মহিউদ্দিন খা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চবিদ্যালয়, এভিজেএম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রিকাবীবাজার বালিকা উচ্চবিদ্যালয়, প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১৬টি সাইকেল বিতরণ করা হয়েছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি