ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার সীমান্তবর্তী কলারোয়া উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সীমান্ত এলাকা থেকে মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় কলারোয়া থানাধীন কাকডাঙা সীমান্ত এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথসহ সঙ্গীয় ফোর্স ও ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পের প্রধান জেপি পোশনসহ বিএসএফের সঙ্গীয় ফোর্স, কাকডাঙা সীমান্তের বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের ক্যাম্প ইনচার্জদের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

আকরামুল ইসলাম/এএম/এমএস