নালিতাবাড়ীতে কৃষকদের মানববন্ধন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ৭৯ জন কৃষকের নামে অগ্রণী ব্যাংক থেকে ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি কৃষকরা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ঋণ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন।
কৃষকরা জানান, গত অর্থবছরে স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে এক হাজার পাঁচশত কৃষকের মাঝে তিন কোটি টাকার কৃষি ঋণ ও পল্লী ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে শতাধিক কৃষকের নামে ভূয়া ঋণ দেখিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহজাদা মিয়া, আইও আব্দুল লতিফ ও স্থানীয় দালাল চক্র মিলে অর্থ আত্মসাৎ করে। তারা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ঋণ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।
বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঋণ জালিয়াতির ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল আলম।
হাকিম বাবুল/এমএএস/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা