কামারখন্দ স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার
চেক ডিজঅনার মামলায় সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ও কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শম্ভুনাথ দাসকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার জামতৈল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শম্ভুনাথ দাস উপজেলার জামতৈল গ্রামের রবীন্দ্রনাথ দাসের ছেলে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, চেক ডিজঅনার মামলায় শম্ভুনাথ দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর