১৩ দিনেও উদ্ধার হয়নি কালিগঞ্জের আজিজ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে মুরগী ব্যবসায়ী হতদরিদ্র আ. আজিজ মোড়ল (৪০) অপহরণের ১৩ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় কালিগঞ্জ থানায় ২৫ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
অপহরণকৃত আজিজ মোড়ল উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত. ছফিরউদ্দীন মোড়লের ছেলে। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় আজিজের ছেলের আত্মীয় আব্দুল্যাহর বাড়ি থেকে আজিজকে অপহরণ করা হয়।
অপহৃতের পরিবার ও স্থানীয়রা জানান, আজিজের ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে একই ইউনিয়নের শংকরপুর গ্রামের মো. লোকমানের মেয়ে রাবেয়ার সাথে ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকতো। ঘরে মুসলিমা (২) নামের এক কন্যা শিশুর জন্ম হয়। শিশুর ভবিষ্যত ও পুত্রবধূর কথা চিন্তা করে শ্বশুর আ. আজিজ তার পুতনি মুসলিমার নামে ৮ শতক জমি দানপত্র করে দেয়ার জন্য রেজিস্ট্রার অফিসে যায়।
অপ্রাপ্তবয়স্ক শিশুর নামে জমি রেজিস্ট্রার হবে না বলে তার ছেলে বউসহ তার বাপের বাড়ির লোক তাকে ভুল বোঝায়। এরপর ১৬ শতক জমি ছেলের বউ রাবেয়া খাতুনের নামে লিখে নেয়। এরপর সম্পর্কের আরও অবনতি হয়।
পারিবারিক সূত্র জানায়, একপর্যায়ে ২০ দিন আগে রাবেয়া বাবার বাড়ি চলে যায়। গত ২৪ অক্টোবর বিকেলে পরিচিত ব্যক্তির ফোন পেয়ে জয়নগরের উদ্দেশ্যে চলে যায় ছেলের আত্মীয় শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের ছবেদ আলীর ছেলে আব্দুল্ল্যাহর বাড়িতে। এরপর থেকেই নিখোঁজ আব্দুল আজিজ।
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শুধাংশু শেখর হালদার জানান, বিষয়টি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তবে বিষয়টি রহস্যজনক। অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম