রাস্তার অভাবে বিচ্ছিন্ন গ্রাম নওদাপাড়া
ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের একটি গ্রাম নওদাপাড়া। বসতি কয়েক হাজার পরিবারের। সরকারি রাস্তা থাকলেও তা পথচারীদের জন্য অনেক দূরে। তাই লোকালয় থেকে এক প্রকার বিচ্ছিন্নই বলা চলে গ্রামটিকে। হাট-বাজারে আসতে গ্রামবাসীকে পেরুতে হয় একটি বিল। তবে সেখানে নেই কোনো ব্রিজ বা পারাপারের ব্যবস্থা।
তাই নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো বানিয়ে তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে গ্রামবাসী। বর্ষাকালে দুর্ভোগের সীমা থাকে না। সরকারিভাবে রাস্তাটির বন্দোবস্ত করলে সকলের চলাচলের সুবিধা হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে জানতে চাইলে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার জানান, রাস্তার জমিটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় রাস্তা করা সম্ভব হয়নি। সরকারিভাবে উদ্যোগ নিলে রাস্তাটি চলাচলের উপযোগী করা যাবে। এতে সকলের উপকার হবে বলে মনে করছেন তিনি।
আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস