ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ বনদস্যু আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০৬ নভেম্বর ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালি খাল এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পাইপ গান, একটি কাটা রাইফেল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জাগো নিউজকে জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে বনদস্যু জোনাব বাহিনীর সদস্য শরিফুল ইসলামকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হবে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন