ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘মরা নদী বেতনা বাঁচাও’ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:০৪ এএম, ০৬ নভেম্বর ২০১৭

‘মরা নদী বেতনা বাঁচাও’ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা সম্মিলিত ঐক্য পরিষদ। মানববন্ধনে নদী তীরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশগত ভারসাম্য রক্ষার দাবিও করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা জজকোর্টের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আবদুস সামাদ, আবিদুর রহমান, কওছার আলি, শাহজাহান গাজি, আবদুর রশীদ ও মফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বেতনা নদী ভরাট হয়ে যাওয়ায় তীরবর্তী চারটি ইউনিয়নের ৭০টি গ্রামের মানুষ ভোগান্তির মুখে পড়েছে। প্রতিবছর জলাবদ্ধতার শিকার হচ্ছে হাজারও মানুষ। পানিতে তলিয়ে যাচ্ছে ফসল। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা।

এর প্রভাব পড়েছে মানুষের আর্থসামাজিক জীবনযাত্রার ওপর। বেকার হয়ে পড়ছে শত শত মানুষ। বেতনার তীরজুড়ে গড়ে উঠেছে ইটভাটা। এতে পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে।

বক্তারা অবিলম্বে বেতনা নদী খনন করে পানি প্রবাহ স্বভাবিক করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

আকরামুল ইসলাম/এএম/আইআই