ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজৈরে জেএসসি পরীক্ষায় নকল করার ৬ ছাত্র বহিষ্কার

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:০১ পিএম, ০৬ নভেম্বর ২০১৭

মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রে সোমবার জেএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালীন নকল করার দায়ে ৬ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ সময় নকল সরবরাহের দায়ে বহিরাগত ৩ যুবককে ২ বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রত্যক্ষদর্শী, পরীক্ষা কেন্দ্র ও উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রে নকল চলছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভীন দ্রুত ওই কেন্দ্রে যান।

এ সময় মোবাইল থেকে তথ্য আদান-প্রদান করা মেসেজ ও ছাত্রদের স্বীকারোক্তি মোতাবেক পরীক্ষার কক্ষ থেকে মেসেজ গ্রহণকারী স্মার্টফোনসহ একই বিদ্যালয়ের ৬ ছাত্রকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নকল করার দায়ে পরীক্ষাকেন্দ্র সচিবকে নকলকারী ৬ ছাত্রকে বহিষ্কার করার নির্দেশ দেন। কেন্দ্র সচিব ওই ৬ ছাত্রকে বহিষ্কার করেন।

এছাড়া নকল সরবরাহকারী বহিরাগত তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করে।

বহিরাগত তিন যুবক হলেন- রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামের ছমেদ মাতুব্বরের ছেলে বেলয়েত হোসেন, একই গ্রামের হাসান শেখের ছেলে ওবায়দুর রহমান ও নান্নু হাওলাদারের ছেলে সাগর হাওলাদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা পারভীন জানান, খালিয়া রাজারাম ইনস্টিটিউশন কেন্দ্রে জেএসসি পরীক্ষা চলাকালীন ছাত্ররা নকল করছে খবর পেয়ে বিদ্যালয়ে যাই। সেখানে মোবাইল থেকে তথ্য আদান-প্রদানকৃত মেসেজ চেক করা হয়। নকল করার সঙ্গে জড়িত ৬ ছাত্রকে বহিষ্কার করা হয় এবং নকল প্রদানকারী ৩ যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ কে এম নাসিরুল হক/এএম/আইআই