নৌকাডুবে দুই পরীক্ষার্থীর মৃত্যু, ৩৯ ঘের মালিকের বিরুদ্ধে মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পাগলা নদীতে থাকা ৩৯টি ঘেরের মালিকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার উপজেলার বীরগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মহিউদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় এ মামলা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো ঘের মালিককে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর উপজেলার থানাকান্দি গ্রাম থেকে জেএসসি পরীক্ষার্থীসহ অর্ধশত যাত্রীবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা একই উপজেলার কৃষ্ণনগর এলাকায় পাগলা নদীতে ডুবে যায়।
ডুবন্ত নৌকার বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নাদিরা আক্তার (১৩) ও সোনিয়া আক্তার (১৪) নামে দুই জেএসসি পরীক্ষার্থী পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় আরও কয়েক পরীক্ষার্থী আহত হয়। হতাহত পরীক্ষার্থীরা কৃষ্ণনগর গ্রামের আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরীক্ষা দিতে যাচ্ছিল।
আজিজুল সঞ্চয়/এএম/আইআই