ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতীয় গরুতে দেশি খামারিদের মাথায় হাত

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০৮ এএম, ০৭ নভেম্বর ২০১৭

ভারতীয় গরুর আমদানিতে দেশীয় গরু ব্যবসায়ী ও খামারিদের রীতিমতো মাথায় হাত পড়েছে। দামের বাজারে গরু কিনে উচ্চমূল্যে খাবার খাইয়ে বিক্রির সময় অর্ধেক দাম পাওয়ায় সাতক্ষীরার পাটকেলঘাটার গরু খামারিরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিনিয়ত ভারত পয়েন্ট থেকে ট্রাকভর্তি ভারতীয় গরু সাতক্ষীরায় আনা হচ্ছে। সেই সঙ্গে সাতক্ষীরা থেকে ভারতীয় গুরু পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

ভারতীয় গরুর মাংসের দাম কম হওয়ায় ক্রেতারা সব সময় ভারতীয় গরুর মাংসের দিকে ঝুঁকছে। ব্যবসায়ীরাও ভারতীয় গুরু জবাই করেন। ফলে বিপরীতে দেশীয় গরু খামারিরা হতাশ ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার এক মাংস ক্রেতা মিজানুর রহমান বলেন, দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৮০ টাকা আর ভারতীয় গুরুর মাংস প্রতি কেজি ৩৪০ টাকা। দাম কম হওয়ায় ভারতীয় গরুর মাংস কিনেছি।

satkhira-cow-(2)

এতে ক্রেতারা খুশি হলেও ক্ষতিগ্রস্ত ও হতাশ দেশি গরু খামারিরা। এসব কথা জানিয়ে পাটকেলঘাটার কুমিরা গ্রামের আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম বলেন, দুই মাস আগে ৬০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। গরুর খাবার ফিড, ভুষি, খৈল, বিচালিসহ অন্যান্য খাবারাদি উচ্চমূল্য দিয়ে কিনে খাইয়ে এখন কেনা দামের অর্ধেক মূল্যও পাচ্ছি না।

পাটকেলঘাটা বাজারের মাংস বিক্রেতা শামসের বলেন, দেশি গরুর দাম কমেনি। তবে ভারতীয় গরুর মাংসের দাম কম হওয়ায় দেশি গরুর মাংসের চাহিদা প্রায় নেই বললেই চলে।

এ বিষয়ে ৩৮-বিজিবির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ভারতীয় গরু আমদানি বন্ধ ছিল। তবে গত কোরবানি ঈদ থেকে নতুন করে আবার বৈধপথে ভারতীয় গরু আমদানি শুরু হয়েছে। ভারতীয় গরু আমদানির ব্যাপারে এখানে আমাদের কিছু করার থাকে না। আমরা শুধু বৈধ পথে আনা হচ্ছে কিনা সেটি পর্যাবেক্ষণ করি।

তিনি আরও বলেন, গরু খাটালের ব্যাপারেও আমাদের কিছু করার থাকে না। এ ব্যাপারে জেলা প্রশাসন তার সুনির্দিষ্ট বক্তব্য দিতে পারবেন। তবে এটা সত্য, ভারতীয় গরু আমদানিতে দেশি গরু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আকরামুল ইসলাম/এএম/জেআইএম