রাজবাড়ীতে জাল টাকাসহ যুবক গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসস্ট্যান্ড থেকে ৩৫ হাজার টাকার জাল নোটসহ স্বদেশ সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানা পুলিশ।
গ্রেফতারকৃত স্বদেশ ফরিদপুর জেলার বোয়ালমারি থানার কোয়াইল এলাকার স্বপন সরকারের ছেলে।
বালিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জাগো নিউজকে জানান, স্বদেশ বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে সিগারেট কিনতে গেলে টাকা দেখে সন্দেহ হয় দোকানদারের। এসময় তিনি পুলিশকে খবর দেন। তারপর পুলিশ গিয়ে তাকে তল্লাশি করে দুই হাজার টাকার জাল নোট পায়।
তিনি আরো জানান, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জেলা শহরের বিনোদপুর এলাকার হাবিবুর রহমানের বাড়ি থেকে আরো ৩৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। এখনি তিনি পুলিশ হেফাজতে আছেন।
রুবেলুর রহমান/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা