ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিড়ি শিল্প রক্ষায় কুষ্টিয়ায় সমাবেশ

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০২:১২ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

বিড়ি শিল্প রক্ষায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ কিন্ডারগার্ডেন স্কুল মাঠে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কুষ্টিয়া অঞ্চল আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

আমিন উদ্দিন বলেন, আমরা চাই বিড়ির ওপর ট্যাক্স কমিয়ে শ্রমিকদের মজুরি বাড়ানো হোক। কেন, না এই শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক জড়িত।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, সরকার বিড়ির ওপর ট্যাক্স বাড়ায় কিন্তু বিড়ি শ্রমিকদের মজুরি বাড়ে না। তার একমাত্র কারণ বিড়ির ওপর অতিরিক্ত কর বৃদ্ধি। বিড়ির ওপর কর কমাতে হবে শ্রমিকদের মজুরি বাড়াতে হবে। এছাড়া বিকল্প কাজের ব্যবস্থা ছাড়া বিড়ি শিল্প বন্ধ নয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, কুষ্টিয়ার নেতা হায়দার আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।

এমএএস/আরআইপি