ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজদিখানে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৭ নভেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রী সুমী আক্তারের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত সুমী খাসমহল বালুচর গ্রামের হযরত আলীর মেয়ে এবং খাসমহল বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

এর আগে সোমবার বিকেলে বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকার ধলেশ্বরী নদীতে সুমী আক্তার নিখোঁজ হয়।

সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বাশার জানান, বেলা ১১টার দিকে বালুচর এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই সুমির পরিবারের কাছে হস্তান্তর করে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/আইআই