ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্লাস চলে আশ্রয়কেন্দ্রের বারান্দায়

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৮ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার দেবহাটার গুচ্ছগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সঙ্কট হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। পারুলিয়া ইউনিয়নের ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি।

বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৫ জন, শিক্ষার্থী রয়েছে ১৭৮ জন। কয়েক বছর আগে জরাজীর্ণ ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে ভূমিহীন পল্লীর জনসাধারণের জন্য নির্মিত আশ্রয়কেন্দ্রের বারান্দায় চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।

১৯৯৫ সালের প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে আছে কয়েক বছর। বিদ্যালয়ের সমস্যাগুলো বার বার প্রশাসনকে জানানো হলেও তেমন কোনো সুফল মেলেনি।

কিছুদিন ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে পাঠদান করা হলেও বর্তমানে সেটি একেবারে বন্ধ করে দেয়া হয়েছে। বিদ্যালয়ে নেই শিক্ষার কোনো পরিবেশ, নেই সুপেয় পানির ব্যবস্থা। পাশাপাশি আধুনিক পাঠদানের উপকরণ, বেঞ্চ-টেবিল, সীমানাপ্রাচীরও নেই এ বিদ্যালয়ের।

গুচ্ছগ্রামের আবেদ আলী সরদার জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে বিদ্যালয়টি। কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করে না। সব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান জানান, বিদ্যালয়টির শুরু থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। বিষয়টি নিয়ে বিভিন্ন দফতরে ভবনের আবেদন করেও কোনো সাড়া পাচ্ছি না। আমার কী করার আছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোকারম হোসেন বলেন, আমি নতুন করে কমিটিতে এসেছি। শিক্ষকদের কাছ থেকে জেনেছি বিভিন্ন দফতরে ভবনের জন্য আবেদন করেও কোনো সুফল পাওয়া যায়নি। আগের পরিত্যক্ত ভবনটি ধসে প্রতিনিয়ত ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

এদিকে, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী শিশুদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির জন্য নতুন একটি স্কুলের ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

আকরামুল ইসলাম/এএম/আরআইপি