ডিসেম্বরে মহাসমাবেশের ঘোষণা বিড়ি শ্রমিকদের
আগামী ডিসেম্বরে রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
দেশের বিড়ি শিল্প রক্ষায় বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন পাবনা অঞ্চল আয়োজিত এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
আমিন উদ্দিন বলেন, বিড়ির ওপর ট্যাক্স কমাতে হবে শ্রমিকদের মজুরি বাড়াতে হবে। সরকার বারবার বিড়ি শ্রমিকদের বিকল্প কাজের ব্যবস্থা করবে বললেও সেটা করা হয়নি।
তিনি আরও বলেন, বেশি ট্যাক্স হওয়ায় শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এটা কখনো হতে পারে না। আমাদেরকে তাই বিড়ি শিল্প রক্ষায় কুচক্র মহলটি কঠোর আন্দোলনে যেতে বাধ্য করছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হারিক হোসেন, সদস্য শামীম ইসলাম, হায়দার আলী, আবুল কালাম আজাদ,পাবনা বাংলা বিড়ির ম্যানেজার শহিদুল্লাহ প্রমুখ।
এমএএস/আরআইপি