নালিতাবাড়ীতে ভাতিজার পিটুনিতে গৃহবধূর মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে ভাতিজার পিটুনিতে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইলিয়াস আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার গেরাপচাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার গেরাপঁচা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে যাতায়াতের রাস্তা নিয়ে বিল্লাল হোসেন ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে চাচা ও দেবরদের সঙ্গে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে উভয়পক্ষের হাতাহাতি শুরু হয়। এ সময় ভাতিজার লাঠির আঘাতে তাসলিমার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাসলিমার মরদেহ উদ্ধার করে।
নালিতাবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইলিয়াসকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হাকিম বাবুল/এআরএ/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা