ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:৩০ এএম, ১০ নভেম্বর ২০১৭

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে বিজিবি কাজিপুর ক্যাম্প সদস্যরা।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, কাজিপুর সীমান্তের ১৪৬ এস ৪ পিলার সংলগ্ন গেটের পাশে রাতে ভারতীয় বিএসএফ ও নাগরিকদের আনাগোনা লক্ষ্য করেন সীমান্তের লোকজন। এসময় ধাওয়া করে লিটন সরকার নামের একজনকে আটক করা হয়। কুষ্টিয়া ৪৭ বিজিবি উপ অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তবে স্থানীয়রা জানান, কাজিপুর সীমান্তের ভারতীয় কাটাতারে বেড়ার ১১০ নং গেটে কিছু রোহিঙ্গা পুশব্যাকের জন্য জড়ো করে বিএসএফ। স্থানীয় লোকজনের বাধার মুখে তা ভেস্তে যায়। রোহিঙ্গা পার করার চেষ্টার সময় লিটনকে আটক করা হয়। সে ভারতীয় বিএসএফ সদস্য বলেও দাবি স্থানীয়দের।

আটক ব্যক্তি বিএসএফ সদস্য কিনা তা যাচাই করছে বিজিবি। সে ভারতীয় নাগরিক বলে প্রাথমিক ভাবে জানিয়েছে কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনোয়ার হোসেন।

আসিফ ইকবাল/এফএ/আইআই

আরও পড়ুন