দেনার টাকা পরিশোধ করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা
ফাইল ছবি
যশোরে ঋণে জর্জরিত হয়ে রফিকুল ইসলাম (৩৮) এক দিনমজুর কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে কীটনাশক পানের পর শুক্রবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
নিহতের বাবা রিয়াজ উদ্দিন জানান, তার ছেলে রফিকুল ইসলাম দিনমজুরি করে সংসার চালাতো। কিন্তু এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ধার-দেনা করেছিল। পাওনাদাররা তাকে চাপ দিচ্ছিল। দেনার টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার রাতে সে কীটনাশক পান করে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খবির হোসেন বলেন, রফিকুল নামে এক দিনমজুর দেনার দায়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিলন রহমান/আরএআর/এমএস