পণ্যবাহী লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি পণ্যবাহী লরির সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার কেওঢালা এলাকায় এ ঘটনাটি ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, ঢাকাগামী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরির (যশোর ব-৪১-০০৪২) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরির ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে এক নারী (৩৫) ও এক পুরুষ (৪০) নিহত হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকামুখী বিভিন্ন গাড়িতে তুলে দিয়েছেন।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরিটি উদ্ধারে কাজ চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
শাহাদাত হোসেন/এআরএস/এমএস