ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০২:৪৬ এএম, ১২ নভেম্বর ২০১৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আরিফুল ইরষার ওরফে আরিফ (৩০) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন

এরআগে ভোরে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ ওই গ্রামের মৃত সাবের প্রমাণিক ছাবেরের ছেলে।

মেজর সাফায়াত আহম্মেদ জানান, গ্রেফতারকৃত আরিফের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশক’টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

আরও পড়ুন