সিরাজগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে সোবাহান (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোবাহান পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ীর আয়নাল হকের ছেলে।
বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, দুই বছর আগে সোবাহান রিকশা চালাতো। সে এখন কোনো কাজ করে না। রোববার সকালে বেলকুচি পৌর এলাকার চন্দনগাতী কালিবাড়ী এলাকায় বাড়ির পাশে জিগা গাছের সঙ্গে রশি দিয়ে পেঁছানো সোবাহানের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ২ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৩ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর
- ৪ ফজরের নামাজ কেন্দ্রের সামনে আদায় করতে হবে: তারেক রহমান
- ৫ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর