ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:১২ এএম, ১২ নভেম্বর ২০১৭

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মনিরুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১২। এর আগে শনিবার উপজেলার মবুপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুল মবুপুর নতুনপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবুপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান এবং মোবাইল ফোনসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই