ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনিশিয়ানের অভাবে কোটি কোটি টাকার সরঞ্জাম অকেজো

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১১:০৪ এএম, ১৪ নভেম্বর ২০১৭

আমলাতান্ত্রিক জটিলতা ও জনবল সঙ্কটে থমকে আছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। পূর্ণাঙ্গভাবে চালু হয়নি মেডিসিন সার্জারি ও গাইনি বিভাগ।

চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার চিকিৎসাসেবার সরঞ্জাম। ফলে হাতের নাগালে বড় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান থাকলেও সেবাবঞ্চিত জেলার ২২ লক্ষাধিক মানুষ।

২০১৪ সালে চাহিদাপত্র পাঠানো হলেও ২৬২ পদের বিপরীতে এখনও কোনো জনবল নিয়োগ করা হয়নি। ফলে মারাত্মক সঙ্কটে পড়েছে একাডেমিক ও হাসপাতালের কার্যক্রম।

সংশ্লিষ্ট চিকিৎসক ও টেকনিশিয়ান না থাকায় নষ্ট হতে চলেছে ৮ কোটি টাকা ব্যয়ে দুটি জেনারেল ওটি, এক কোটি টাকা মূল্যের ৪টি ডায়ালোসিজ মেশিন, ১১ কোটি টাকা মূল্যের সিটিস্ক্যান, ২৫ লাখ টাকা মূল্যের এক্স-রে, ১৫ লাখ টাকার ডেন্টাল সরঞ্জাম, ১২ লাখ টাকা মূল্যের মেমোগ্রাফিসহ কোটি কোটি টাকার অত্যাধুনিক সব যন্ত্রপাতি।

মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা দেবহাটা এলাকার রিজিয়া পারভীন বলেন, ১০টায় এসে বসে আছি, এখনও ডাক্তারের কোনো দেখা নেই। কখন আসবে জানি না। আক্ষেপ করে তিনি জাগো নিউজকে বলেন, বড় হাসপাতাল হলো তবে এখনও তা ভালোভাবে চালু হলো না।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কাজী আরিফ আহম্মেদ জানান, চিকিৎসক ও টেকনোলজিস্টদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের উভয় দায়িত্ব পালনে হিমশিম খেতে হয়। ফলে যথাসময়ে উপস্থিত হওয়া সম্ভব হয় না। রোগীরাও সেবাবঞ্চিত হয়।

জনবল সঙ্কটসহ অন্যান্য সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান জাগো নিউজকে বলেন, মেডিকেল কলেজে ৬ ব্যাচে ১৫৬ জন ছাত্র ও ১২১ জন ছাত্রী মোট ২৭৭ জন শিক্ষার্থী নিয়মিত অধ্যয়ন করছেন। চলতি বছরের জানুয়ারি সেশনে শেষ বৃত্তিমূলক এমবিবিএস পরীক্ষায় ৫০ জনের মধ্যে ২৯ জন পাস করে মেডিকেলে ও সদর হাসপাতালে ইন্টার্নি করছেন।

তিনি বলেন, ৭৭ টি শিক্ষকের পদ সৃষ্টি করা আছে। তবে তার মধ্যে রয়েছে ৫২ জন। ২৫টি পদ খালি। শিক্ষক সঙ্কট রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটির এখনও পদ সৃষ্টি সম্পন্ন হয়নি। তবে ২৬২ জনের পদ সৃষ্টি করে এটি সচিব কমিটিতে পাস হয়েছে। অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আশা করছি এ বছরের মধ্যে সকল নিয়োগ, শিক্ষক চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারি এগুলো পেয়ে যাবো।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. মো. দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক স্যারের চেষ্টায় সাতক্ষীরায় একটা মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। ইতোমধ্যে হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে। ২০১৫ সালের ৪ এপ্রিল স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তারপর থেকে হাসপাতালটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। ২৬২টি পদের জন্য আমরা ৩ বছর ধরে লেগে আছি। গত সংসদ অধিবেশনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। তারপর থেকে এটা তরান্বিত হয়েছে।

তিনি আরও বলেন, গত ৩ আগস্ট সংসদীয় ও সচিব কমিটিতে অনুমোদন হয়েছে। এছাড়া নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় শত কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসাসেবার সকল যন্ত্রপাতি অকেজো হচ্ছে।

আকরামুল ইসলাম/এএম/এমএস