ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় সিএনজি চালকের মৃত্যু, আটক ২

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। শহিদুল কেন্দুয়া উপজেলার পাঁচহার বড়বাড়ির মৃত গণু মেম্বারের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ মিনার মোড়ে সিএনজি স্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক নূরুল আমিন জাগো নিউজকে বলেন, দুপুরে শহিদুল সিএনজি স্ট্যান্ডে রাস্তার পারাপার হতে গেলে প্রথমে একটি অটোরিকশার ধাক্কায় সে আহত হয়। পরে সেখান থেকে উঠতে গিয়ে বিপরীত দিকের ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে দ্বিতীয়বার আবারও আহত হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় শহীদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য মমেকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে শহীদুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক (ঢাকা মেট্রো- ট ১১-৫৩৩০) ও অটোরিকশার দুই চালককে আটক করা হয়েছে। আটক চালকরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব শিয়ার চড়ের বাসিন্দা ট্রাকচালক বশির মিয়া (৪৭) ও কেন্দুয়ার শেওড়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আনোয়ার হোসেন (৩২)। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/এএম/আইআই