ছাত্রলীগ ‘সভাপতিই সব’ যুগের অবসান
অবশেষে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে ‘সভাপতিই সব’ যুগের অবসান হলো।
ছাত্রলীগের এ শাখার কার্যক্রম নিয়ে সম্প্রতি গণমাধ্যমে ‘সভাপতিই সব’ শিরোনামে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ হয়। এরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস সাধারণ সম্পাদক এম জাকির হোসাইন সেখানে তিনদিনের মধ্যে নতুন কমিটি দেয়ার জন্য জেলা নেতাদের নির্দেশ দেয়। এ প্রেক্ষিতে কমিটি বিলুপ্ত করে আগ্রহী পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত ২৮ নভেম্বরের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম বাপ্পি কবির, মনোয়ার হোসেন জাবেদ, কামরুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন সুজনের কাছে প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দিতে হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে আরও গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই কমিটির মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৫ এপ্রিল রামগঞ্জ পৌর ছাত্রলীগের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে তিনজন সংসার আর ব্যবসা নিয়ে ব্যস্ত, আরেকজন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক। এতে সভাপতি সোহেল চৌকিয়া নির্ভর হয়ে পড়ে সংগঠনটি।
কাজল কায়েস/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ