ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা অবরোধ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

প্রতিষ্ঠার ১৯ বছর পরে ভেঙে গেলে পার্বত্য চট্টগ্রাম শন্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। বুধবার খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ইউপিডিএফ ভেঙে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্তিক ইউপিডিএফ’ নামে চতুর্থ সংগঠন। এ নিয়ে পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সংখ্যা চার এ দাঁড়াল।

ইউপিডিএফ’র বর্তমান নেতৃত্ব জুম্ম জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন দাবি করে জুম্ম জনগণের সমর্থনে সেই দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারকারী নেতাদের খোলস থেকে রেড়িয়ে আসতে তপন কান্তি চাকমাকে আহ্বায়ক ও জলেয়া চাকমা তরুকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি ঘোষণা দেয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- উজ্জল কান্তি চাকমা, রিপন চাকমা, সত্য রঞ্জন চাকমা, আলোক ময় চাকমা, মিটন চাকমা, পলু মারমা ও সোনামনি চাকমা।

এদিকে, গণতান্ত্রিক ইউপিডিএফ’র বিরোধীতা করে ইউপিডিএফ‘র (প্রসীত গ্রুপ) নেতাকর্মীরা মাদক-সন্ত্রাস প্রতিরোধ কমিটির ব্যানারে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। চেঙ্গী স্কোয়ারে অনুষ্ঠিত সমাবেশ থেকে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য শান্তিচুক্তি ও স্বশস্ত্র গেরিলাদের অস্ত্র সমর্পণের বিরোধীতা করে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় এক সম্মেলনের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে প্রসীত বিকাশ খীসাকে প্রধান করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করা হয়।

২০০৮ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস ভেঙে সুধা সিন্দু খীসার নেতৃত্বে গঠিত হয় জেএসএস (এমএন লারমা) গ্রুপ।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম