ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৬ নভেম্বর ২০১৭

পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ঘটনার সময় ৭/৮ জনের একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা খন্দকারপাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল হোসেন নামের একজনকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একে জামান/আরএআর/আরআইপি