আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কারখানার প্রধান ফটকের সামনে কারখানার শ্রমিক ও কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েকশ শ্রমিক-কর্মচারী অংশ নেন।
আশুগঞ্জ সার কারখানার সিবিএ’র সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কারখানার সিবিএ’র সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি সাইফুদ্দিন ফারুকী ও সহ-সভপতি হাজি তৈমুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ৩ এপ্রিল সরকারের নির্দেশে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এরপর থেকে আশুগঞ্জ কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারখানায় গ্যাস সরবরাহ না করা হলে সার সরবরাহ বন্ধসহ রাজপথ-রেলপথ অবরোধ করে গ্যাস সংযোগ দিতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সারকারখানার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম