অবৈধ অনুপ্রবেশ, মা-ছেলে জেলহাজতে
অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিজিবির হাতে গ্রেফতারের পর ভারতীয় নাগরিক মা ও তার ছেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের রানীর বাজারের কানু দাসের স্ত্রী পুতুল দাস ও তার ছেলে উদয় দাস।
গতকাল বুধবার বিকেলে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমীন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত থেকে ওই দুই মা-ছেলেকে গ্রেফতার করে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় বিজিবির নায়েক মো. ফারুক ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/আইআই