ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, ৫ পুলিশ আহত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০১৭

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে একাধিক মামলার পলতাক আসামি রাকিব উদ্দিনকে (৩০) গ্রেফতারের চেষ্টাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে গেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ওছখালী তালুক সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক নুরুজ্জামান, উপ-পরিদর্শক নিজাম, সহকারী উপ-পরিদর্শক ইকবাল, সহকারী উপ-পরিদর্শক পাপেল বড়ুয়া ও সহকারী উপ-পরিদর্শক আশিক।

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জাগো নিউজকে বলেন, একাধিক মামলার পলাতক আসামি রাকিব উদ্দিনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আশ্রাফ উদ্দিনের ওপর হামলা করে এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করলে রাকিব উদ্দিনকে গ্রেফতারের জন্য উপজেলা সদরের তালুক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় ছাইফ উদ্দিনের উপস্থিতিতে পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা রাকিবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। দুইটি মোটরসাইকেল এবং ওই এলাকায় ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।

ওসি আরও জানান, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামি রাকিব উদ্দিনকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে এবং সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মিজানুর রহমান/এএম/আইআই