লক্ষ্মীপুরে জামায়াতের ১৫ নারীকর্মী আটক
লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৫ নারীকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজারের কামানখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশ্য তারা গোপন বৈঠক করছিল।
আটকরা হলেন- পাখি আক্তার, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, লাকি বেগম, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, তানিয়া ও জাহেরা। তারা দালাল বাজারের ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। তবে আটকদের দলীয় পদবি ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
থানা পুলিশ জানায়, ঘটনার সময় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নারীরা গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জন নারীকে আটক করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, গোপন বৈঠক করার সময় আটক নারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কাজল কায়েস/এএম/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ