ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোমরায় কালভার্টের সংস্কার কাজ বন্ধ করে দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৭

সাতক্ষীরার ভোমরা স্থলবন্ধরে বাংলাদেশ ও ভারতের সংযোগ সড়কের ওপর নির্মিত কালভার্টের সংস্কার কাজ বিএসএফের বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে। কলভার্টটি দ্রুত সংস্কার করতে না পারলে ঘটতে পারে দুর্ঘটনা, কমে যেতে পারে বন্দরের রাজস্ব আয়।

এসব কথা জানিয়ে ভোমরা স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, কালভার্টটি দ্রুত সংস্কার করা না গেলে আগামী মাসগুলোতে লক্ষ্যমাত্রা অর্জনে কতটুকু সক্ষম হবো এ ব্যাপারে আমি সন্দিহান। তাছাড়া রয়েছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। যদি কালভার্টটা দ্রুত ঠিক করা না হয় তবে কোনো ভাবেই আগামী মাসগুলোতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সক্ষম হবে না।

তিনি জানান, ২০১৭-১৮ অর্থবছরে ভোমরা স্থলবন্দর দিয়ে ৮৮১ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ৪ মাসে আদায় হয়েছে ২১৩ কোটি টাকা।

ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জাগো নিউজকে জানান, বাংলাদেশ ভারতে সংযোগ কালভার্টটি ঝুঁকিপূর্ণ ও কিছু অংশ ভেঙে যাওয়ায় কালভার্টটির একটি অংশের সংস্কার কাজ শুরু করে বাংলাদেশ। অক্টোবর মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপত্তি জানালে কাজ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শ্রমিক ও সিএন্ডএফ এজেন্টরা।

তবে বিষয়টির দ্রুত সমাধানের চেষ্টা চলছে জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন জাগো নিউজকে বলেন, বিষয়টি নিয়ে এরইমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখনও ভারতের পক্ষ থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছেনা। বিএসএফ একটা অনুমতিপত্র দিয়েছে। আশা করছি দ্রুতই বিজিবি ও বিএসএফের বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস