ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ সদস্যকে পেটালেন বিজিবি সদস্যরা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:৩৬ এএম, ১৮ নভেম্বর ২০১৭

পরিচয়পত্র না দেখানোয় সাতক্ষীরায় ইনজামুল ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সদস্য ইনজামুল ইসলাম খুলনা জেলার তেরখাদা থানায় কর্তব্যরত ও ভোমরা এলাকার গয়েশপুর এলাকার বাসিন্দা।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন জাগো নিউজকে জানান, ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে মারপিট করেন বিজিবি ভোমরা ক্যাম্পের কমান্ডার সুবেদার হায়দার, এসএস কাফি খানসহ অজ্ঞাত ৪/৫ জন বিজিবি সদস্য।

মারপিটের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রথমে বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চাইলে ইনজামুল ইসলাম পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় বিজিবি সদস্যরা পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না চাইলে তখন তারা মারপিট শুরু করেন।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, আহত পুলিশ সদস্য ইনজামুল ইসলামকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল বোঝাবুঝির এক পর্যায়ে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অফিশিয়ালি ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস

আরও পড়ুন