বিরামপুরে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষের ঘটনায় মামলা
দিনাজপুরের বিরামপুরে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষ চলাকালে দুই জন নিহত হওয়ার ঘটনায় বিজিবির পক্ষ থেকে ৮৭ জনের নাম দিয়ে ৩৮৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গত বুধবার মধ্যরাতে বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি হাবিলদার মো. আবুল বাশার এ মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৩। মামলায় গুলিতে নিহত দুই জনের নাম রয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি বিরামপুর বিওপির নায়েক সুবেদার মো. রফিক।
বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিজিরি হাবিলদার মো. আবুল বাশার বাদী হয়ে বিরামপুর পুর্ব জগন্নাথপুর স্টেশনপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের দুই ছেলে মোস্তাফিজুর রহমান (৫২), জামান (৪২) ও দেবীপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ফারুকসহ (৪২) ৮৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে বুধবার গভীর রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে নিহত পুর্ব জগন্নাথপুর গ্রামের মো. সুকুর দফাদারের ছেলে মো. শাহিন এবং একই এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. সুলতান আলীর নাম রয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলমকে।
২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিজিবি বাদী হয়ে বিরামপুর থানায় চোরাই পথে আনা মালামাল আটকের বিষয়ে ১টি এবং সরকারি কাজে বাঁধা ও হামলা চালিয়ে দুই বিজিবি কর্মকর্তাকে আহত করার বিষয়ে ১টিসহ মোট দুইটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই ও বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেল ৫টায় বিরামপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে আসা তিতুমীর ট্রেনে অভিযান চালিয়ে বিজিবি ভারতীয় কাপড় আটক করে। পরে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে বিজিবির উপর হামলা চালান এবং একজন বিজিবি সদস্যকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। বিজিবি আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে উপজেলার পুর্ব জগন্নাথপুর গ্রামের মো. সুকুর দফাদারের ছেলে মো. শাহিন এবং একই এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. সুলতান আলী নামে দুইজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হন আরো ৩ জন এবং আহত হয়েছেন ১৫ জন। প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
এমদাদুল হক মিলন/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন